কবিতা - তুমি

লেখক: সমর সেন

তুমি ছিলে,
তুমি নেই,
তবু তোমার ছায়া আমার সাথে।
রাস্তায়, ঘরে, একা রাতে,
তোমার চিহ্ন ঝরায় নীরব আলো।

তোমার হাসি, তোমার চোখের ভাষা,
হাওয়ায় মেশে, মেঘে মেশে,
আমার ঘুম ভাঙিয়ে যায়।

শরতের আকাশে, বসন্তের ফুলে,
তোমার ছোঁয়া, তোমার গন্ধ,
আমার শিরায় শিরায় বাজে।

প্রেমের মায়া,
প্রেমের ছায়া,
তোমার স্মৃতির বাতাসে
আমার জীবন বয়ে চলে।

১১
মন্তব্য করতে ক্লিক করুন