বসন্ত বিলাপ
শংকর ব্রহ্ম

যদিও হৃদয়ে নেই সুখ,
তবুও দুর্মুখ দাঁড়ালে সামনে এসে,
তাকে দেখাই হাসি মুখ।
তাই বুঝি শীত গেল চলে আনমনে ফাল্গুনে
বসন্তের আগমনে,
শীতকে দূর দূর করে বসন্ত ঢোকে এসে ঘরে,
এখনই তো ফুল ফোটার সময়,
নেই সংশয় –
” ফুল ফুটুক না ফুটুক” আজ বসন্ত মনে
ফুলও তাই ভেবে তার রূপের অন্বষণে
ফুলের বাজারে তার মূল্য যাচাই করে এসে,
কোথাও বিকিয়ে যায় শেষে,
তাই দেখে, আমিও বিকিয়ে যাই হেসে।

৭১
মন্তব্য করতে ক্লিক করুন