শংকর ব্রহ্ম

কবিতা - বসন্ত এখন

লেখক: শংকর ব্রহ্ম

বসন্ত এখন
শংকর ব্রহ্ম

এখানে বসন্ত আসে না আর ফুলেও পাতায়
এ শহরে গাছ নেই
সারি সারি অট্টালিকা শুধু,
এ শহরে কোকিল ডাকে না আর
কাকেদের কর্কষ স্বর শোনা যায়,
এ শহরের মানুষগুলিও কর্কষ হয়ে গেছে যেন
মনে কোন বসন্তের আনাগোনা নেই
স্বরে কোন মায়া দয়া ঝরে না এখন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে ক্লিক করুন