শংকর ব্রহ্ম

কবিতা - ব্যক্তিগত অনুভব

শংকর ব্রহ্ম

ব্যক্তিগত অনুভব
শংকর ব্রহ্ম

তোমার একটু ছোঁয়া আমায় জাগায়
বেজে ওঠে ভিতরে আমার আজানের সুর,
বারেক যৌবন জাগে,
বসন্তেের অনুরাগে
ধূসর গোধূলি মুছে যায়,
তুমি কে হে জাগাও আমায়?

এই প্রশ্ন নিজেকেই করি বারবার
তোমাকে করি না আর,
কারণ, তুমি তো জান না এতসব,
এইসব অনুভব একান্ত আমার।

পরে পড়বো
১৭৮
মন্তব্য করতে ক্লিক করুন