শংকর ব্রহ্ম

কবিতা - চির সত্য নয়

লেখক: শংকর ব্রহ্ম

চির সত্য নয়
শংকর ব্রহ্ম

বাড়তে বাড়তে এক সময়
সমস্ত বাসনাগুলো জমে জমে পাহাড় হয়ে ওঠে
নদী তার বুক চিড়ে বেরিয়েই সমতলে ছোটে
নদীর বুকে যে এত বাসনা রয়েছে
তার কথা বোঝে কোন মানব মানবী?
তার কথা বোঝে গাছপালা
জলের বদলে তাকে ফুল দেয় ফল দেয়
আর দেয় ছায়া তবু সব কিছু মায়া
এই ভেবে নদীর অতলে নেবে
কেউ কেউ পবিত্রতা খুঁজে পেতে চায়
এই কথা সত্য কিন্তু চির সত্য নয়।

৫৫
মন্তব্য করতে ক্লিক করুন