চুলবুলি ভাজা
শংকর ব্রহ্ম
একদিন সন্ধ্যাবেলা ঢাকুরিয়া লেকের ভিতর ‘ইভিনিং ওয়াক’ সেরে, ক্লান্ত হয়ে, বসার জন্য একটা ফাঁকা বেঞ্চ খুঁজছি। মাথা ঘুরিয়ে চারপাশে চোখ বুলিয়ে নিয়ে দেখি, বসার মতো একটাও বেঞ্চ ফাঁকা নেই। সব প্রেমিক- প্রেমিকা জুটিতে ভর্তি। অগত্যা একটি জুটির পাশে একটু ফাঁকা জায়গা দেখে বসে পড়ি। বসে একটা সিগ্রেট ধরাই।
সিগারেট টানতে টানতে তাদের কথাবার্তা কানে আসে।
” তুমি কি জান? আমি তোমাকে ভীষণ ভালবাসি,
যার কোন তুলনা হয় না ” প্রেমিক বলল।
– ” এ তো রোজকার ব্যাপার,
এর মধ্যে নতুনত্ব কী আছে?
আচ্ছা, তুমি কি আমায় বিয়ের পরও, এতটা ভালবাসবে?”
– ” নিশ্চয়ই! একটা কুমারী মেয়েকে যতটা ভালবাসি, তার চেয়েও বেশী ভালবাসি, বিবাহিত মহিলাকে।”
– ” কেন?”
– ” কোন রিস্ক থাকে না বলে ।”
– ” আমি যদি তোমাকে বিয়ে না করি, তুমি কি অবিবাহিত থাকবে চিরকাল?”
– ” কেন বলতো? আমাকে কি তোমার দেবদাস বলে মনে হচ্ছে? ”
-” তবে তুমি কি?”
-” হরিদাস। হরিদাসের বুলবুলি ভাজা খেয়েছো কখনও ?”
– “না তো”
-” বেশ খাওয়াব একদিন”
– “সেটা কি জিনিষ? ”
– “খেলেই বুঝতে পারবে।”
এমন সময় দু’জন পুলিশ এসে ওদের বলল, এখানে কি করছেন আপনার?
ওরা দু’জনেই বোবার মতো, চুপ করে আছে দেখে, আমি বললাম, হরিদাসের বুলবুলি ভাজা খাচ্ছে, স্যার।
আমার কথা শুনে একটি পুলিশ ওদের বলল, এখানে কেন? নিজের ঘরে নিয়ে গিয়ে চুলবুলি ভাজা খান।
ছেলে মেয়ে দুটি ওখান থেকে মানে মানে উঠে চলে গেল। আমিও হাত-পা ছড়িয়ে বসে আর একটি সিগ্রেট ধরালাম।
(২০৫ শব্দ)
মন্তব্য করতে এখানে ক্লিক করুন