হাইপ-তিন
শংকর ব্রহ্ম
মানুষ তো নয়
কৃত্রিম-মানুষে যাচ্ছে ভরে দেশ,
নেই তাতে ক্ষোভ,নেই তাতে ভয়
সবাই আমরা সুখেই আছি বেশ।
জীবনের এ গতির, মানুষের প্রকৃতির
দেখ যদি ছবি
শব্দ নিয়ে কারবার,সে কথাই বারবার
বলে ছিল কোন এক কবি।
মন্তব্য করতে ক্লিক করুন