কবির দায় -১
শংকর ব্রহ্ম
মেয়েটি জানে না ভাষা
তাই এই সর্বনাশা প্রণয়ে মেতেছো প্রিয়
ফুলের মতোন অই বোবা মেয়েটির সাথে,
ওর যেন সবই আছে ভরপুর
অনেকের চেয়ে বেশি ভালবাসা আছে
চেহারাও খাসা,
তবে মুখে শুধু ভাষা নেই তার
কবি বলে হায় আমার কি দায়
মুখে তার ভাষা জোগাবার?
বুকে তার আশা জাগাবার
মনে তার স্বপ্নের ফুল ফোটাবার?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন