কবির দায়- ২
শংকর ব্রহ্ম
যৌবনের তীব্র দাহ গাঢ় কামনায়
অযথাই করেছিলে ব্যয় অনেকটা সময়
হেলায় ফেলায়
আর আজ এই পড়ন্ত বেলায়
শুদ্ধ প্রেমের কাছে নতজানু হয়ে আছো
বল কেন?কোন বাসনায় নাকি কোন দায়?
যা জেনেছো ভুলে যাও বলছে সময়
প্রেম-প্রীতি ভুলে গিয়ে দেখ অবক্ষয়
ইচ্ছে হলে চোখ বুজে থাকতেই পার
যদি মন চায়
কবি একা তো তোমার নয় সব কিছু দায়
ব্যয় করেছিলে যে সময় হেলায় ফেলায়
আজ পড়ন্ত বেলায়
কেন নিতে চাও তার সব দায়?
মন্তব্য করতে এখানে ক্লিক করুন