শংকর ব্রহ্ম

গল্প - মিথ্যেকথা

শংকর ব্রহ্ম
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ রম্য

মিথ্যেকথা
শংকর ব্রহ্ম

একদিন , বিদ্যালয়ের টিফিনের পিরিয়ডে একটি সুন্দর সাদা ধবধবে সারমেয় শাবককে ঘিরে কয়েকজন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রধান শিক্ষক সত্যপ্রিয় বাবু , বিশেষ কৌতূহলী হয়ে তাদের কাছে গেলেন। তাদের সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, ছাত্রদের উদ্দেশ্য গুরুগম্ভীর সুরে বললেন,
-কি ব্যাপার, তোমরা এখানে এখনও দাঁড়িয়ে আছো কেন?
কি হচ্ছে সব তোমাদের এখানে?
ছাত্রদের মধ্যে একজন সাহস করে বলে উঠলো,
” স্যার আমাদের মধ্যে কথা হচ্ছে, যে সব চেয়ে বড় মিথ্যে কথা বলতে পারবে, এই কুকুরের বাচ্চাটা, তবে তার হবে।”
মুখে বিরক্তি ভাব প্রকাশ করে, সত্যপ্রিয় বাবু বললেন, “ছি ছি এটা খু্বই লজ্জার ব্যাপার, আমার ছাত্র হয়ে তোমরা সবাই মিথ্যা কথা বল? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। তোমাদের মতো বয়সে আমি কখনও একটাও মিথ্যে কথা বলতাম না, তোমরা তা জান?”
তার কথা শুনে, একটি ছাত্র বলে উঠল, “না স্যার জানি না। তাহলে এই কুকুরের বাচ্চাটি আপনিই রাখুন স্যার।”
বলে ছাত্ররা সারমেয় শাবকটি স্যারের পায়ের কাছে রেখে দিয়ে, যে যার মতো ক্লাসের দিকে রওনা দিলো।

১৭
মন্তব্য করতে ক্লিক করুন