মৃত্যুর আনাগোনা
শংকর ব্রহ্ম
অবসাদে দিন কাটে আমাদের একা একা ঘরে
কী যে হবে জানি না যে প্রভুর কৃপায় তার বরে?
বুকের ভিতরে চলে জীবন মৃত্যুর আনাগোনা
আমাদের জোটে না সহজে কিছু পরিশ্রম বিনা
যাকে চিনি ভাবি আমি থাকে যে আসলে অচেনা
স্মৃতির ভিতরে চলে মৃত মানুষের আনাগোনা।
দুধ আনতে গিয়ে কেউ ফেরে মনের ভিতরে নিয়ে চোনা
স্বাধীনতা চেয়ে কেউ ফিরে আসে গোলাম হয়ে কেনা।
স্বপ্নের ভিতরে চলে অবৈধ প্রেমের লেনা দেনা
ভালবাসতে গিয়ে কেউ নিয়ে ফেরে অকৃত্রিম ঘৃণা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন