শংকর ব্রহ্ম

কবিতা - সীতিবোধ

লেখক: শংকর ব্রহ্ম

নীতিবোধ
শংকর ব্রহ্ম

নীতিবোধ ব্যাপারটা,আসলে খুব গোলমেলে

যদি কেউ সারাদিন
আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকতে চায়,
আমার আপত্তি হবে কেন?
কিংবা কেউ যদি তার সোহাগী বৌকে,
অন্যের গলায় ঝুলিয়ে দিতে চায়
আমার কি বলার থাকতে পারে ?
কেবল আমার গলায় না দিলেই হল।

কোন সুন্দরীর দিকে,যদি কেউ তাকিয়ে থেকে
চোখ ব্যথা করে ফেলে,
তা’তে আমার কি ?
শুধুমাত্র আমার প্রেমিকার দিকে
ওভাবে কেউ না তাকালেই হল।

কিন্তু কেউ যদি নিরন্ন মূর্খ জনগনকে
ফুটবল ভেবে ক্রমাগত লাথি মেরে মেরে,
সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়,
তাহলে আমার আপত্তি ভীষণ
কারণ,আমি যে তাদেরই একজন।
শংকর ব্রহ্ম

নীতিবোধ ব্যাপারটা,আসলে খুব গোলমেলে

যদি কেউ সারাদিন
আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে থাকতে চায়,
আমার আপত্তি হবে কেন?
কিংবা কেউ যদি তার সোহাগী বৌকে,
অন্যের গলায় ঝুলিয়ে দিতে চায়
আমার কি বলার থাকতে পারে ?
কেবল আমার গলায় না দিলেই হল।

কোন সুন্দরীর দিকে,যদি কেউ তাকিয়ে থেকে
চোখ ব্যথা করে ফেলে,
তা’তে আমার কি ?
শুধুমাত্র আমার প্রেমিকার দিকে
ওভাবে কেউ না তাকালেই হল।

কিন্তু কেউ যদি নিরন্ন মূর্খ জনগনকে
ফুটবল ভেবে ক্রমাগত লাথি মেরে মেরে,
সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়,
তাহলে আমার আপত্তি ভীষণ
কারণ,আমি যে তাদেরই একজন।

১১১
মন্তব্য করতে ক্লিক করুন