শংকর ব্রহ্ম

কবিতা - প্রতিচ্ছবি

লেখক: শংকর ব্রহ্ম

প্রতিচ্ছবি
শংকর ব্রহ্ম

সারাদিন বৃষ্টি পাত
সারা রাত
তোমার মুখের রেখা
ভিজে যায় জলে
তবুও অস্পষ্ট কিছু
জেগে থাকে
উদাসীন ভাবে

ডালিম দানার মত
দাঁতের গোপন ধার
কামড়ে ধরে
বুকের গভীরে

সারা রাত বৃষ্টিপাত সারা দিন
তোমার মুখের ক্ষীণ প্রতিচ্ছবি
জেগে থাকে আমার ভিতরে

১৫১
মন্তব্য করতে ক্লিক করুন