পূর্ণতা(১)
শংকর ব্রহ্ম
মাঝে মাঝে হারিয়ে যাই গভীর অবসাদে
নিজেকে আর খুঁজে পাই না নিজের ভিতর,
এইভাবে কেটে যায় দিন মাস বছর বছর
কী উদ্বেগে মাটি টানে কাছে তার,অন্ধকারে;
নিজেকেই খুঁজে ফিরি আমি বারেবারে
সেটাই যেন পূর্ণতা আমার।
হঠাৎ অন্ধকারের গায়ে ধাক্কা লাগলে পরে,
তার কাছে হাত জুড়ে বলি,
হুজুর মার্জনা করবেন।
তারপর কেঁদে ফেলি হু হু করে,
সবশেষে নিজের পা দু’খানি
জড়িয়ে ধরে বলি,একটু দয়া হবে না প্রভু?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন