শংকর ব্রহ্ম

কবিতা - সাদা পাতা

লেখক: শংকর ব্রহ্ম

সাদা পাতা
শংকর ব্রহ্ম

একটি সাদা পাতা কবির মুখোমুখি প্রতীক্ষায়
কলঙ্কিত হবার প্রত্যাশায়
কবি অনেক্ষণ তাকিয়ে রইলেন তার দিকে
প্রথম শব্দটা কি লিখবেন ঠিক বুঝে উঠতে পারছেন না
কবি তার শুদ্ধতার মোহে পড়ে গেছেন যেন মনেহয়
কাটাকুটি করা তার ইচ্ছে নয়
ভাবলেন ‘ভালবাসা’ কথাটি লিখবেন
তারপর ভাবনায় পড়লেন তিনি
কাকে এবং কেন ভালবাসা
কবি খুব সতর্ক ও সাবধানী
যাতে কোন কাটাকুটি করতে না হয়
একটি গোটা লাইন মাথায় এলে তবেই লিখবেন তিনি
ভাবলেন লিখবেন ‘ভালবাসা ফিরে যাও তুমি’
পরক্ষণেই ভাবলেন কার কাছে ফিরে যাবে সে
এমন সময় ডোরবেল বেজে উঠলো তার,দ
তিনি একবার সাদা পাতাটির দিকে নির্মোহ তাকালেন
তারপর অনিচ্ছা সত্বেও উঠলেন
দেখলেন,এক ভক্ত পাঠিকা এসেছে
নিষ্কলঙ্ক সাদা পাতাটি হো হো করে হেসে উঠলো
কবি তার শব্দ শুনতে পেলেন
কবিও নিঃশব্দে হেসে
নিষ্পাপ পাঠিকাটির চোখের দিকে তাকলেন
এবার বুঝলেন ভালবাসা ফিরে যাবে কোথায়

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন