সরীসৃপ
শংকর ব্রহ্ম

নিজেকে মানুষ ভাবতে লজ্জা হয়
কীট-পতঙ্গেরও অধম মনেহয়
চারপাশের হিংসা-দ্বেষে স্তব্ধ হয় মন
বোবা হয়ে সহ্যকরি শোষণ পীড়ন

দিব্যদৃষ্টিতে দেখতে পাই পরিষ্কার
কংক্রিটের জঙ্গলে হিংস্র জানোয়ার
সভ্যতার মোড়কে অসভ্যতার ছয়লাপ
এরমধ্য নিজেকে লাগে গিরগিটি সাপ

২৬
মন্তব্য করতে ক্লিক করুন