সার্থততা
শংকর ব্রহ্ম

আমাদের উপসী মা, কবিতা পড়ে না, তাতে কি?
কবিতা লেখা কি তাই বন্ধ থাকবে নাকি?
ছিঃ নির্বোধ এমন কথা, কোনও নিন্দুকে বলে না।

কবিরা দ্বান্দিক সূত্রে কবিতা লিখুক
আর স্লোগানে পোষ্টারে সব দেওয়াল ভরুক,
মিছিলে হাঁটুন আর না হাঁটুন পথ
এ কথা শপথ করে আজ বলা যায়
আমাদের উপোসী মার ক্ষিদে মিটে গেলে,
তখনই সার্থক কোনও লেখা হতে পারে।

এ কথা শুনুন আজ, নির্দ্বিধায় স্পষ্ট করে বলি
বৃক্ষ তার ডালপালা ছড়িয়ে
পৃথিবীকে যতটা মায়ায় জড়ায়
মানুষের ভালবাসা তার চেয়ে বেশিই ছড়ায়,
আর যদি তার দাম কেউ ঠিক মতো দিতেই না চায়
তখন সে অনায়াসে, দিশা হীন নিজেকে হারায়।

১০
মন্তব্য করতে ক্লিক করুন