স্তব্ধতা
শংকর ব্রহ্ম
আমি খুব শান্ত হয়ে আছি
ভিতরে ফুটছে যত ঢেউ
নেই আর কেউ কাছাকাছি
কেউ যদি আসে কাছে
তার কাছে কেবল শুধাই
এমন দুর্বিসহ দিনে
কেমন আছ ভাই
কেউ কেউ সন্দেহ প্রবণ
আড় চোখে চায়
উদাসীন কেউ আবার
দূরে সরে যায়
আমি আজও স্তব্ধ হয়ে আছি
আর কেউ নেই কাছাকাছি
ভিতরের ঢেউ যদি একবার
বাইরে আছড়ে পড়ে
আমি তাই খিল দিই নিজেরই অন্তরে
মন্তব্য করতে এখানে ক্লিক করুন