স্বস্তি

শংকর ব্রহ্ম শংকর ব্রহ্ম

স্বস্তি
শংকর ব্রহ্ম


আনন্দের চাবিটা রাখি বিষাদের কাছে,
বিষাদেরটা আনন্দের জিম্মায়,
পরস্পর গোপনে পরস্পরের ড্রয়ার খুঁজে দেখে
কে কতটা আদায় করতে পেরেছে আমার থেকে
ওরা কেউ এখন আমাকে আর জ্বালায় না,
স্বস্তিতে আছি বেশ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন