তাপাঙ্ক
শংকর ব্রহ্ম
জোড়াতালিগুলো ক্রমশই আলগা হয়ে যাচ্ছে
ছেঁড়া ফাটা গুলো অনায়াসে বেরিয়ে পড়ছে
সংস্কৃতির ফাঁক ফোকর দিয়ে
উঁকি মারছে জীর্ণ অপসংস্কৃতি
একের পর এক থিতিয়ে আশা কলঙ্কগুলো
ক্রমশই যেন একসঙ্গে ফুঁসছে
বুঝতে চাই বা না চাই
তবুও তাপাঙ্ক বাড়ছে আরও।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন