সত্য কুম্ভকার

কবিতা - গণিকাদের জীবন

সত্য কুম্ভকার

রাত্রি গভীর, শহর ঘুমায়, জ্বলে নিয়ন আলো,
দেহ বেচে রোজ স্বপ্ন কেনে, জীবন কাটে কালো।
ঠোঁটে হাসির প্রলেপ মাখে, ভেতরে হাজার ক্ষত,
গোপন অশ্রু ঝরে নীরবে, মনটা হয়েছে মৃত।

খদ্দের আসে, দর কষাকষি, শরীর নিলামে ওঠে,
এক জীবনের সবটুকু প্রেম, শরীরেই এসে জোটে।
কেউ ভালোবেসে হাতটা ধরে না, সবাই করে ঘৃণা,
ঘরের কোণে জমাট বাঁধে, একরাশ যন্ত্রণা।
মা-বাবার স্বপ্ন ছিল, হতে ডাক্তার, শিক্ষক,
সেসব স্বপ্ন আজ ধূলোয় মিশে, নেই কোনো দিশা।
সমাজ বলে ওরা পাপী, ওদের নেই কোনো ঠাঁই,
অন্ধকারে মিশে গিয়ে, ওরা শুধু জীবন খুঁজে যায়।

৫৭
মন্তব্য করতে ক্লিক করুন