কবি হওয়া এতটাও সহজ নয়,
সে শুধু শব্দ দিয়ে খেলা করে না।
ভিতরে তার বয়ে যায় এক নদী,
যা কেবল যন্ত্রণা আর স্বপ্নকে মেশায়।
সে লেখে না কেবল সুখের গান,
কষ্ট তার কলমের কালি।
প্রতিটি শব্দে লুকোনো থাকে এক রাত,
যে রাতে ঘুম আসেনি আর মন ছিল খালি।
সে শুধু দেখে না রঙের খেলা,
মানুষের মনের আঁধারও সে আঁকে।
আকাশের তারা আর সমুদ্রের ঢেউ-এর মতো,
মানুষের নীরবতা আর কান্নাও সে লেখে।
কবি হওয়া তাই সহজ নয়,
সে কেবল মনের কথা বলে না।
সে আসলে জীবনের একটি আয়
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন