সত্য কুম্ভকার

কবিতা - জীবনের শেষ সম্বল

সত্য কুম্ভকার

মৃত্যু শিয়রে, আলো ম্লান,
জীবন নদীর শেষ টান।
ঝরা পাতার বিষণ্ণতা,
সম্বল আজ শূন্যতা।
পুরনো স্মৃতি ধূসর হয়,
হারানো দিনের আলো বয়।
স্বপ্নগুলো ফিকে লাগে,
সব আশা আজ বিবর্ণ লাগে।
তবুও শান্তি খুঁজি মনে,
শেষ যাত্রার এই ক্ষণে।
সব ছেড়ে যাওয়ার এই গান,
আসল সম্বল আমার এই প্রাণ।

১৭
মন্তব্য করতে ক্লিক করুন