মিষ্টি কথায় ভরা প্রলোভন।
আঁধারে জ্বলছে দু’টি চোখ,
আরও পাওয়ার তীব্র আকর্ষণ।
অর্থের নেশায় ভুলেছো সব,
হারিয়েছো সুখ, হারিয়েছো মন।
আরও চাই, আরও চাই,ধন সম্পদ,
দিনরাত শুধু লোভে নিমগ্ন।
সম্পর্কের বাঁধন হয়েছে আলগা,
ভেঙেছে বিশ্বাস, ভেঙেছে ঘর।
অট্টালিকা হয়েছে মরুভূমি,
একা বসে আছে লোভে জর্জর।
একদিন দেখবে শূন্য সব,
খালি হাতে যখন হবে বিদায়।
লোভের পাহাড় গড়তে গিয়ে,
হারিয়েছো যা তা আর ফিরবে না।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন