যে নগরী কোনোদিন গড়েই ওঠেনি,
তার পথে পথে বাজে অচেনা গানের সুর।
সেখানে নেই কোনো ইঁট-পাথরের দেয়াল,
শুধু মায়াবী আলো আর দূর-বহুদূর।
যেখানে রাত নামে না, আর সকাল হয় না,
সময় সেখানে থমকে আছে এক অনন্তকালে।
নদী সেখানে বয়ে চলে, কোনো ঘাট নেই তার,
শুধু স্বপ্ন আর কল্পনার জল খেলে।
যেখানে মানুষ আসে না, কোলাহল নেই,
নেই কোনো চাওয়া-পাওয়ার হিসেব।
সেখানে শুধু ফুলের সুবাস ভেসে যায়,
যার নেই কোনো নাম, নেই কোনো আবেগ।
এই কল্পনার জায়গাটি শুধু মনের আকাশে,
যেখানে আশা আর শান্তি বাসা বাঁধে।
এই নগরী কেবলই তোমার আর আমার,
যেখানে সব অসম্ভব স্বপ্নগুলো হাসে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন