সত্য কুম্ভকার

কবিতা - মৃত্যুর ভয়

সত্য কুম্ভকার

ভেঙ্গে যায় ঘর, ভেঙে যায় মন,
তবুও রয়ে যায় কিছু শূন্যতা;
বেঁচে থাকার ইচ্ছেরা তখন,
ধরে রাখে কিছু মিথ্যে আশা।
অজানা এক আঁধার টানে,
পিছিয়ে ফেলি প্রিয় আলো;
কষ্টেরা এসে ভিড় করে প্রাণে,
তবু জীবনকে ভালো লাগে ভালো।
আকাশ তখন ডাকে,
মেঘেরাও ডাকে,
যেন কোনো প্রিয়জন কাছে,
তবুও কেন ভয়!
ভয় কি তবে এই জীবন শেষ হওয়ার,
নাকি এক নতুন জীবনের শুরু?
না, ভয় শুধু হারিয়ে যাওয়ার,
হারিয়ে যাওয়ার ভয়, এই জীবন থেকে দূরে।

১৯
মন্তব্য করতে ক্লিক করুন