সত্য কুম্ভকার

কবিতা - ডাক্তার হল ভগবান

সত্য কুম্ভকার

রোগ-শোকের আঁধারে যখন, জীবন করে টলমল,
একটু আলোর খোঁজে তখন, মন যে হয় চঞ্চল।
সেই আঁধারে দেবদূতের বেশে, হাজির হয় যে ডাক্তার,
ভয়-ভীতির দেয়াল ভেঙে, আনে বাঁচার জোয়ার।
ব্যথার সাগরে যখন, ডুবতে থাকে প্রাণ,
ডাক্তারই তখন, হয়ে ওঠে পরিত্রাণ।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে, তিনিই ধরেন হাল,
তাঁর হাতের স্পর্শে, দূর হয় যত জঞ্জাল।
নানা রঙের ওষুধ আর, সাদা জামার আড়ালে,
লুকিয়ে আছে এক ঈশ্বর, মানব সেবার আকালে।
তিনি যেন ভগবানই, এই ধুলোর ধরায়,
তাঁর কাছেই তো প্রাণ ফিরে আসে, নতুন আশায়।
তাই বলি, ডাক্তার শুধু ডাক্তার নয়,
তিনি তো মানুষের মাঝে, ভগবানেরই প্রতিচ্ছবি হয়।

পরে পড়বো
৮৬
মন্তব্য করতে ক্লিক করুন