বন্ধু আমার অনেক খুশি
পাইয়া নতুন মুখ,
হাসি মুখে দিলাম বিদায়
নিয়া বুকে দুখ।
নতুন মায়ার রঙিন টানে
ভুলবে আমায় জানি,
চোখের কোণে জমবে না আর
পুরনো সেই পানি।
সুখের নীড়ে থেকো ভালো
জ্বলুক সেথায় আলো,
পুরনো সব ধূসর স্মৃতি
বাসবে না আর ভালো।
তুমি এখন বড্ড সুখে
নতুন ঘর বাঁধো,
হাজার সুখের ভিড়ে আমায়
একটু মনে রেখো।
নতুন সাথী, নতুন পথে
হাসি থাকুক মুখে,
আমি নাহয় একাই রবো
তোমার দেওয়া দুখে।
আমার আকাশ মেঘে ঢাকা
তোমার আকাশ নীল,
হৃদয় জুড়ে ব্যথা থাকুক
হাজার স্মৃতির ভির।
সুখের সাগরে ভাসো তুমি
নতুন তরী বেয়ে,
আমি না হয় রইবো পড়ে
শূন্য কূলে চেয়ে।
তোমার দুয়ারে আসুক জোয়ার
হাসি-গানে ভরা,
আমার ভাগে থাকুক না হয়
এক চিলতে খরা।
পা বাড়াইয়া নতুন পথে,
রাইখা হাতে হাত,
আমার ভাগে বরাদ্দ থাক,
একলা নিঝুম রাত।
তুমি এখন অন্যের ঘরে
চাঁদের মতো হাসো,
অন্য কারো সোহাগ নিয়ে
ভীষণ ভালোবাসো।
আমি না হয় স্মৃতির ভিড়ে
থাকবো দিশাহারা,
তোমার আকাশ থাকুক তবে
নিঝুম নিঝুম তারা।
১৮

মন্তব্য করতে ক্লিক করুন