সাইফুল ইসলাম মৌন

কবিতা - তোমার সঙ্গে আমারও ঘর হয়নি

সাইফুল ইসলাম মৌন

তুমি চেয়েছিলে একটি ঘর আর একটি বর,
‎নিশ্চিত জীবনের ঠিকানা,
‎সমাজের চোখে বৈধ সুখের ছায়া।
‎তোমার চাওয়ার তালিকায় ভয় ছিল না,
‎অন্যায় ছিল না, শুধু ছিল নিরাপদ ভবিষ্যৎ।

‎আর আমি চেয়েছিলাম একজোড়া হাত;
‎যে হাত ধরে রাখবে ভাঙনের মুহূর্তেও,
‎যে হাত ছাড়ার আগে দু’বার ভাববে।

‎আমি চেয়েছিলাম একজোড়া চোখ,
‎যেখানে তাকালে আমাকে মেপে দেখা হবে না,
‎যেখানে আমার দুর্বলতা অপরাধ হয়ে উঠবে না।

‎আর আমি চেয়েছিলাম
‎টোলপড়া একগাল হাসি,যার ভেতর আমার সমস্ত ক্লান্ত দিনগুলি
আস্তে আস্তে মানুষ হয়ে উঠবে।

‎আমি কোনোদিন ঘর চাইনি, দুয়ারও চাইনি,
‎আমি চাইনি সমাজের সিলমোহর।
‎আমি শুধু চেয়েছিলাম রাত গভীর হলে-
‎কারো কাছে অকারণে ভেঙে পড়ার অধিকার,
‎নিঃশ্বাস ফেলার অবকাশ।

‎এই দুই চাওয়ার মাঝখানে
‎নীরবে কেটে গেল আমাদের দশটি বছর।
‎নিজের ইচ্ছেগুলো এক এক করে গুছিয়ে রাখা,
‎নিজের স্বপ্নকে অন্য কারো স্বাচ্ছন্দ্যের নিচে চাপা দেওয়া।

‎এই দশের এক তুমি নিয়ে গেলে সব!
‎ভবিষ্যৎ, পরিচয়, নতুন সকাল, নতুন নাম,
‎আর আমাকে দিয়ে গেলে শুধু শূন্য।

‎এই শূন্য কোনো ফাঁকা জায়গা না।
‎এই শূন্য বুকের ভিতর ধীরে ধীরে জমে থাকা
‎একটা অদৃশ্য পাহাড়।
‎যা রাতে শ্বাস আটকে দেয়, দিনে হাসতে শেখায়
‎ভাঙা মানুষের অভিনয়।

‎এই শূন্যের সাথে সংখ্যাবিহীন যেমন অমূল্য;
‎ঠিক তেমনই আমি রয়ে গেলাম মূল্যহীন,
‎মানুষের ভিড়ে একটা মানহীন উপস্থিতি,
‎যার দাম কেউ জানে না,
‎কিন্তু যার ভার নিজেকেই বয়ে নিতে হয়।

‎তুমি চলে গেলে অন্যের জীবনে সুখের পায়রা উড়াতে”
‎ভালো রাঁধতে,
‎ভালো রাখতে,
‎করো চোখের অভিনাসী জল মুছতে,
‎হাসাতে আর হাতে।

‎আমি শুধু রয়ে গেলাম নিজেকে বোঝাতে বোঝাতে,
‎হয়তো একজোড়া হাত—-”
‎আমার চোখের জল মুছার ভাগ্যে ছিল না।
‎হয়তো যাদের হাত ধরে ভেঙে পড়া যায়,
‎তাদের কপালে সবাই জোটে না।

‎হয়তো একজোড়া চোখ, যেখানে তাকালে
‎নিজেকে লুকাতে হয় না,
‎আর টোলপড়া একগাল হাসি,
‎যা বুকের ভেতর আলো জ্বালায়।
‎হয়তো সব চোখের জন্য আমিও যথেষ্ট হয়নি।

‎কিছু চাওয়া খুব ছোট,
‎তবু ভাগ্যের তালিকায় তার কোনো ঘর থাকে না,
‎তাই হয়তো তোমার সঙ্গে আমারও ঘর হয়নি।

‎আজ আর অভিযোগ করি না,
‎শুধু জানি,
‎আমি যা চেয়েছিলাম খুব ছোট ছিল,
‎কিন্তু হারানোর পর সেই ছোট চাওয়াগুলোই
‎আমাকে সবচেয়ে বড় শূন্যতায় ডুবিয়ে দিয়েছে।

পরে পড়বো
২০
মন্তব্য করতে ক্লিক করুন