তোমাকে হারানোর পর
আমি শুধু একটা রক্তমাংসের শরীর হারাইনি,
হারিয়েছি আমার ব্যক্তিগত বসন্ত আর একমুঠো রোদ।
যে পথে আমরা হেঁটেছি পাশাপাশি,
আজ সেই পথের প্রতিটি ধুলিকণা আমায় উপহাস করে,
আমি হারিয়েছি আমার সেই চিরচেনা গন্তব্য,
যেখানে গেলে সব ক্লান্তি নিমেষে জল হয়ে যেত।
তোমাকে হারানোর পর,
আমি হারিয়েছি আয়নায় নিজের সেই চিরচেনা মুখটা,
সেখানে এখন কেবল এক অচেনা বিধ্বস্ত মানুষের ছায়া,
হারিয়েছি অধিকার করে বলা প্রতিটি কথা,
হারিয়েছি অভিমান করার সেই ছোট্ট আকাশটুকু।
এখন মাঝরাতে ঘুম ভাঙলে হাত বাড়িয়ে যখন শূন্যতা পাই,
তখন বুঝতে পারি,
আমি শুধু তোমাকে হারাইনি,
হারিয়ে ফেলেছি নিজের ওপর নিজের বিশ্বাসটুকুও,
প্রতিটি ঋতু বদলে যায় নিঃশব্দে, আমি বদলাইনি,
কিন্তু আমার পঞ্জিকায় এখন শুধুই ধূসর বিচ্ছেদের মাস।
হারিয়েছি সেই সাহস, যা দিয়ে জয় করা যেত পৃথিবী;
কারণ আমার জয়ের শেষ হাসিটুকু তো তোমার জন্যই তোলা ছিল,
এখন ভিড়ের মাঝেও আমি একলা এক দ্বীপের মতো,
চারপাশে শুধু নোনা জলের হাহাকার আর দীর্ঘশ্বাস।
তোমাকে হারানোর পর,
আমি হারিয়েছি একজোড়া শ্রবণশক্তি, যারা আমার না বলা কথা বুঝতো;
ইচ্ছেগুলিও নিঙড়িয়ে নিঙড়িয়ে দেখতো,
হারিয়েছি সেই বেচে থাকার আশ্রয়ও,
যেখানে মাথা রাখলে সব যুদ্ধ থেমে যেত।
আজ আমার প্রতিটি নিশ্বাস যেন এক একটা ধারালো তলোয়ার,
যা ভেতরটা কেটে কুটি কুটি করে দেয় প্রতি পলকে।
মানুষ বলে সময় সব ভুলিয়ে দেয়, ক্ষত সারিয়ে দেয়,
কিন্তু এই শূন্যতা তো কোনো ক্ষত নয়,
এ যেন এক অন্তহীন মরুভূমি।
তোমাকে হারানোর পর, আমি শুধু নিজেকে হারাইনি,
আমি হারিয়েছি আমার স্বপ্ন দেখার সাহস,
হারিয়েছি আগামীকালের সেই রঙিন পরিকল্পনাগুলো।
আসলে তোমাকে হারিয়ে আমি এক জীবন্ত সমাধি হয়ে গেছি,
যেখানে নামফলকটা তোমার, কিন্তু ভেতরের মৃতদেহটা আমার।
তোমাকে হারানোর মিছিলে আমি আজ পথের ধুলো,
একাই বয়ে চলেছি এক জন্মান্তরের না-পাওয়া শোকের ভার।
কবিতা - “হারিয়েছি একজোড়া শ্রবণশক্তি”
সাইফুল ইসলাম মৌন
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রেমের কবিতা, বিরহের কবিতা
৪০

মন্তব্য করতে ক্লিক করুন