সাইফুল ইসলাম মৌন

কবিতা - লালসা

সাইফুল ইসলাম মৌন

আমার লালসা শুধু তোমার শরীর ছিল না—
ছিল সিংহাসনের,
একটা নামের পাশে মর্যাদার,
একটা ভালোবাসার যেটা কারও নয়, শুধু আমার।
আমি চাইতাম—
তোমার চোখে শুধুই আমি থাকি,
তোমার হাসি যেন কারও না হয়
আমার ছাড়া।
আমি লালসা করেছি
আকাশের মতো বিশাল হবার,
তারার মতো জ্বলে ওঠার,
মানুষের করতালি, ঈর্ষা আর ভয়—
সব একসাথে আমার নামে বাঁধা থাকুক।
আমি চাইতাম নিজেকে বাঁচাতে—
লালসা করতাম না-হারানোর,
কখনও না-কাঁদার,
কিন্তু তবুও, শেষরাতে একা থাকতাম
নিজেকেই দংশন করে।
আমি লালসা করেছি তোমাকে,
তোমার গলা ছুঁয়ে শেষ হয়ে যেতে,
তোমার অভিমান গিলে ফেলে
নিজেকে জিতে নিতে।
তবু তুমি চলে গেলে।
আর আমি থেকে গেলাম,
একটা পিপাসিত ছায়া হয়ে,
যে জানে—
লালসা কেবল নেয়,
কখনও কিছু দেয় না।
এই “লালসা”—
এটা প্রেম নয়,
এটা বেঁচে থাকার আর্তি।
একটা দহন যা শুরু হয় চোখ দিয়ে,
শেষ হয় আত্মায় আগুন লাগিয়ে।

৬৮
মন্তব্য করতে ক্লিক করুন