আমি আজ উলঙ্গ সমাজে—
যেখানে লজ্জা রঙ হারিয়েছে,
আত্মা যেন নগ্ন হয়ে হেঁটে বেড়ায়
বাজারের শূন্য চোখে।

মানুষের মুখোশে এমন এক খিড়,
ভেতরে ক্ষুধার নখর,
স্বপ্নের কঙ্কাল ঝুলে থাকে
ভাঙা দরজার কপাটে।

সত্য বিক্রি হয়-
শব্দের পসরা সাজিয়ে গুজিয়ে, নতুন শাড়ী পরিয়ে।
ন্যায় লুকোয় অন্ধকার চৌকাঠে,
ভালোবাসা ভিক্ষার টুকরোতে মরে।

এখানে সভ্যতা দাঁড়িয়ে থাকে
কেবল মিথ্যার খুঁটির ওপর—
আর আমরা সকলেই সাক্ষী
এক উলঙ্গ সমাজের
অভিশপ্ত উৎসবে।

যেখানে প্রতিটি শিশুর হাসি চুরি হয়
টাকার নোটের দহনে,
যেখানে যৌবন বিকিয়ে দেয় স্বপ্ন
লোভের দালানে।

এখানে রাতের অন্ধকার
প্রদীপ নয়, বিজ্ঞাপনের আলোয় ঝলমল,
এখানে ভোরের সূর্যও
মুদ্রার কারখানায় জবান বন্দী।

উলঙ্গ সমাজ—
যেখানে নীরবতা বোঝায় ভয়ের দাম,
আওয়াজ মানে চাটুকারিতা,
আর ন্যায়ের কণ্ঠস্বর
হাজারো ভিড়ে নিঃশব্দে কেটে ফেলা হয় তর্জনী।

আমরা সবাই জানি,
এই অশ্লীল উল্লাস আমাদেরই আয়না—
তবুও ভয়ে মুখ ফিরিয়ে থাকি,
কারণ উলঙ্গতার এই অভিশাপ
শেষ পর্যন্ত ছুঁয়ে যাবে আমাদেরই রক্ত,
আমাদেরই প্রার্থনার দীর্ঘশ্বাস।

পরে পড়বো
৫৬
মন্তব্য করতে ক্লিক করুন