সাইফুল ইসলাম মৌন

কবিতা - স্মৃতির গায়ে দাগ

সাইফুল ইসলাম মৌন

​সেদিন ছিল সোনার রোদ
‎বট তলারই ঐ তলে,
‎কথাগুলো ভাসিয়ে দিতাম
‎একলা নদীর জলে।

‎​স্মৃতিরা সব ধূসর এখন
‎বাঁফ দিয়ে যায় মনে,
‎হারিয়ে যাওয়া সেই মানুষটা
‎স্মৃতির বৃন্দা বনে।

‎অন্ধকারে একলা বসে
‎আঁকি তোমার ছবি,
‎রঙ হারিয়ে ফ্যাকাসে আজ
‎আমার চেনা রবি।

‎​শুকনো পাতার মড়মড়ানি
‎শুনতে কি পাও তুমি?
‎যেথায় মোদের মিলন হতো
‎নাই যে শুধু তুমি।

‎পথের ধারে শ্যাওলা জমে
‎স্মৃতির গায়ে দাগ,
‎বুকের ভেতর আজও আছে
‎গোপন অনুরাগ।

‎চিহ্নবিহীন সেই পথে আজ
‎একলা আমি হাঁটি,
‎স্মৃতিরা সব হারিয়ে গেছে
‎নিথর জলে ভাসি।

‎​এখন শুধু নিঝুম রাতে
‎স্বপ্নে আসা-যাওয়া,
‎হৃদয় জুড়ে বইছে কেবল
‎অচিন দেশের হাওয়া।

‎অস্ত পাড়ে দিন ফুরালে
‎খুঁজি তোমার দেখা,
‎জীবন খাতার পাতায় পাতায়
‎ব্যথাই রইলো ডাকা।

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন