কবিতা - মায়ার ছলনা সাইফুল ইসলাম মৌন বিরহের কবিতা, সাম্য-জীবনমুখী কবিতা চোখগুলি আজ ফেলে জল মিথ্যে মায়ার ছলে, হৃদয় পোড়ে নিভৃতে আজ স্মৃতির চিতা জ্বলে। সবই ছিল সাজানো এক রঙিন সুখের খেলা, দিন শেষে আজ একলা আমি ভাঙছে যখন মেলা। ♥ ০ পরে পড়বো ১৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন