চোখগুলি আজ ফেলে জল
মিথ্যে মায়ার ছলে,
হৃদয় পোড়ে নিভৃতে আজ
স্মৃতির চিতা জ্বলে।
​সবই ছিল সাজানো এক
রঙিন সুখের খেলা,
দিন শেষে আজ একলা আমি
ভাঙছে যখন মেলা।

পরে পড়বো
১৬
মন্তব্য করতে ক্লিক করুন