দেবাঞ্জন কর্মকার

কবিতা - আনো মন্বন্তর

দেবাঞ্জন কর্মকার

আমি, দেখেছি বাংলা
দেখেছি আকাশ
বাতাসের সুরে সুরে কত সুখ ,
আমি, বাংলার মাঝে
দেখেছি তোমারে
তোমার সিঁদুরে আঁকা সেই মুখ ।

আমি, চেয়েছি বোঝাতে
আমার ভাষাতে
কত অপরূপা সেই ছবিখানি ,
তোমার, শরীর জড়ানো
লজ্জার বসনে
পারলে ঘোমটা টুকু দিও টানি ।

আমি, নিজেকে বোঝাতে
পারি না অনেক
কেন প্রেমে প্রেমে ভিড় করে ভাষা ,
তুমি, সুচিস্মিতা হয়ে
বাজিয়ে বাঁশরী
মন জুড়ে কেন দিলে ভালোবাসা ।

যখন, তাপিত হৃদয়ে
বাংলার গ্রীষ্ম
আষাঢ়ের লোভে পোড়াই অন্তর ,
তখন, তুমি রাঙা মেঘ
শিশির ঝরিয়ে
ফোটে শতদল আনো মন্বন্তর ।

পরে পড়বো
৮৫
মন্তব্য করতে ক্লিক করুন