কত সময় পার হয়ে যায়
কত প্রহর আসে
নদীর বুকে প্রেম উথলি
কত জোয়ার ভাসে ।
কত হাওয়া দমকা বাতাস
কত না ঝর বহে,
প্রেমের যে গাছ সব সয়ে যায়
তবেই তো সে রহে ।
কত না মান অভিমান হয়
প্রেম আসে না ছুঁয়ে
ত্যাগে ত্যাগেই প্রেম সরসা
সময় তো যায় বয়ে ।
আসবে পরে আগামী তাই
সাজায় কুঞ্জ নিধু
ধনের ধনী রূপের মণি
তুমি প্রেমের বঁধু ।
প্রেম সাগরে ডুব দিয়ে হায়
তপ্ত মানিক তুলি
যাহার আশে সাগর বাঁধি
(সে) বোধ হয়ে গেছে ভুলি।

মন্তব্য করতে ক্লিক করুন