সাধন সরকার

কবিতা - পূর্ণতা

সাধন সরকার
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ প্রেমের কবিতা

তুমি ছাড়া ভাবনাগুলো আজ সমস্ত ই শূন্য,
তোমায় নিয়ে লিখতে বসি_
যেন হয়ে উঠি পরিপূর্ণ।

রয়েছ সমস্ত কিছুতে ঘিরে,
কতো কোলাহল’ তবু শত মানুষের ভিরে।

খুঁজি প্রকৃতির মাঝে,
যেন কাল-মেঘ, ঝড়-বেগ,
আকাশে ভেসে যাওয়া বাতাসের ভাজে।
তোমায় পেলে জীবন আমার নতুন করে সাজে।

তুমি ছাড়া সব শূন্য,
তোমায় নিয়ে লিখতে বসি,
যেন হয়ে উঠি আমি পরিপূর্ণ।

পরে পড়বো
১৮৪
মন্তব্য করতে ক্লিক করুন