শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - ৫ ই আগস্ট — শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

৫ ই আগস্ট —
তারিখ নয় শুধু,
এ এক কালো আয়না,
যেখানে মুখোমুখি দাঁড়ায় ইতিহাস আর রক্ত।

সেদিন সূর্য উঠেছিলো লজ্জিত আলো নিয়ে,
বাতাসে ছিলো গুলির ধাতব গন্ধ,
রাস্তার ধুলোয় পড়েছিলো
শিশুর ছিঁড়ে যাওয়া স্কুলব্যাগ,
যেন কুরআনের সূরা অসমাপ্ত রয়ে গেছে।

বুকের ভিতর তখন
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”
গুঞ্জন করছিলো,
হাদীসে আছে—
শহীদের রক্ত আল্লাহর কাছে মিশে যায় মস্কের গন্ধে,
কিন্তু মায়ের চোখে তা ছিলো শুধুই অগ্নি আর নোনা জল।

৫ ই আগস্ট —
আল্লাহ বলেন, “জালিমদের দিকে ঝুঁকো না”,
তবু আমরা সেদিন দাঁড়িয়ে ছিলাম
রক্তের নদীর তীরে,
প্রতিজ্ঞা করেছিলাম —
এই নদী একদিন বিচার হয়ে ফিরবে।

তুমি যদি রাতের আকাশে তাকাও,
দেখবে—
তারারাও সেদিন অশ্রুবিন্দু হয়ে ঝরে পড়েছে,
আর মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন,
তারা ফিসফিস করে বলছে—
“ধৈর্য ধরো, ন্যায় আসবেই”।

৮৭
মন্তব্য করতে ক্লিক করুন