শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - “আলোর মতো করুণা ফেরাও”

শাহ্ আলম আল মুজাহিদ

তুমি কি জানো, তারা কেন কাঁদে?
আল্লাহর নূরের পথ যারা ভুলে হারিয়ে যায় রাতে।
আকাশে তারা, নীচে পাপের শহর—
হৃদয়ের ইনবক্সে আলোর কোনো উত্তর নেই এখন আর।

আলো ছিলাম আমি—একটা ফজরের সময়,
আজকাল দোয়ার রিংটোনও মিউট, নামাজ পড়ি কমই তাই।
পাসওয়ার্ড ভুলে গেছি, “বিসমিল্লাহ” দিয়েও লগইন হয় না,
ক্যাশ মেমোরি তামা, তারা ডিলিট হয়ে যায় চুপচাপ, একা।

রাসূল বললেন: “তারা পথ দেখায় যাদের চোখ খোলা”,
কিন্তু আমি ব্লু লাইটে ঘুমাই, ভুলে যাই কে আল্লাহ, কে কারওলা।
সূরা নূর-এর আয়াতে আছে—”আল্লাহ আছেন নূরের মতো”,
আমার হৃদয় এখন ডিভাইস, স্লো চার্জ, ভীষণ কষ্ট।

তারা গুনাহ দেখে কাঁদে, আলো ফিরে যেতে চায়,
তবু আমি দেখি না কিছু, চোখে পর্দা নামায় দুনিয়ার বায়।
হে আল্লাহ! আলো ফেরাও—দেখাও মিশকাতের দৃশ্য,
আমার তারা নিভে গেছে, ফিরিয়ে দাও সে ঈমানবিশ্বাসের রশ্মি।

৪৬
মন্তব্য করতে ক্লিক করুন