আমি চাই না সেই শক্তি
— শাহ্ আলম আল মুজাহিদ

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির স্পর্শ লেগে চলার গতি থেমে যায়,
হারিয়ে যায় সব প্রাকৃতিক বিষয়বস্তু।

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির ছোঁয়া লেগে কণ্ঠে বাজে না সুর,
হৃদয়ে বাজে না সুখের নূপুর—
সকাল, সাঁঝ, কিবা রাত-দুপুর।

যে শক্তির গর্জনে ধ্বংস নামে পুনঃপুন অভিমানে,
বাড়তেই থাকে ভয়ংকর দুর্যোগ,
ধরণীর প্রাণে জ্বলে অগ্নিকান্তের উৎপাত।

যে শক্তির আগমনে
ভূবন হয়ে ওঠে কঠিন লৌহদ্রব্য,
যেথায় মুছে যায় স্বর্গ–সুখের আশা,
লোপ পায় সব মধুর ভালোবাসা।

ভূমণ্ডলে আজ তাই
শুধু অনল আর অনল—
চোখে দেখি আজ পৃথিবী, এ কি অনাসৃষ্টি!

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির নিষ্ঠুর হাতে আজ
পৃথিবী ঘূর্ণায়মান, ক্লান্ত কক্ষপথে।

পরে পড়বো
৩৩
মন্তব্য করতে ক্লিক করুন