আমি এ প্রকৃতির প্রেমিক
– শাহ্ আলম আল মুজাহিদ
হৃদয়জুড়ে শত শব্দের আনাগোনা,
তার মাঝে অসাধারণ কিছু কথা।
পাতার আড়ে গুঞ্জন শুনি একটানা,
তার সাথে মিশে থাকে প্রকৃতির নীরবতা।
প্রতি ভোরে ঘুম ভাঙে মোরগের ডাকে—
হাঁসেরা প্যাক প্যাক করে থাকে অযথা।
অপরাহ্ণের গগনে কত সুখে রঙধনু মেখে—
নীলিমায় ভাসে নির্মল নীলা-পাতা।
গ্রীষ্মের দুপুরে খাঁ খাঁ রুদ্দুরে,
গরমে ক্লান্তিতে ভিজে ওঠে ঘামে মাথা।
বর্ষার প্রান্তরে, বান ডাকে জলে ভরে,
অভাগীর অশ্রুতে ভিজে ওঠে পাতা।
ভাদরে তালের পিঠা, প্রকৃতিকে করে মিঠা,
তুলো উড়ে নীল আকাশের নীলে।
কার্তিকের নবান্ন এসে, কৃষাণির মতো হেসে,
আনন্দ জাগায় বাংলার দিলে।
পৌষের প্রভাতে শিশিরের চোঁয়াতে—
টলমল করে সবুজ বনলতা।
রিমঝিম বৃষ্টিতে, পুষ্পের শোভাতে—
এই সব স্মৃতি হৃদয়ে রয়ে যায় গাঁথা।
বসন্তের প্রহরে, কুহু-কুহু মধুর স্বরে,
শুনতে পায় রূপসী মায়ের রূপকথা।
সর্ব রূপে রূপময়ী এই প্রকৃতি—
প্রেমিক আমি, তরলশ্লোকে ধারুণ সুখে লিখি কবিতা।
—

মন্তব্য করতে ক্লিক করুন