বেকারত্ব
————— শাহ্ আলম আল মুজাহিদ

সবকিছু এলোমেলো অদ্য,
মন মোর হয়ে গেছে গদ্য,
কোন কাজে পাই না ছদ্ম,
প্রত্যাশার দুয়ার তালাবদ্ধ।

আবাদি ফসল সবই মাটি,
কোন কিছু নেই আর খাঁটি,
নড়বড়ে ভেঙে পড়ে অন্ধের লাঠি,
তিমির পথে কীভাবে হাঁটি!

স্বপ্নীল জীবনের কামনায়,
কত জ্ঞান কুড়িয়েছি সাধনায়,
গ্রেডগুলো পড়ে থাকে বিছানায়,
পোস্টার-সম মূল্যই তার নাই।

পরে পড়বো
২৫
মন্তব্য করতে ক্লিক করুন