লাল শালুকের অগ্নিদাহে ফাগুন আসে;
খড়কুটো সব জ্বালিয়ে দিয়ে বছর শেষে—
স্থাপন করে নতুন পৃথ্বী পুষ্প দিয়ে,
এলোকেশে ফসল ফলায় মাঠ ভরিয়ে।
লক্ষ্মীপ্যাঁচা গান করে যায় মধুর বাসে,
কমলবনে দিব্যঙ্গনা নিত্য হাসে।
কচি কিশলয় উঁকি মারে গাছের ডালে,
আমের মুকুল-গন্ধে মাথায় বাতাস জুড়ে।
রঙের তুলি আছর মেরে সবুজে লালে,
মহান স্রষ্টা সাজিয়ে তোলেন জগৎটারে।
বিদেশ থেকে সুরের পাখি নীড়ে আসে,
মৌমাছিরা ব্যস্ত হয়ে মধুময় ছুটে।
পথিক-কবির দোয়ার ভেঙে জোয়ার আসে,
ছেঁড়া পাতায় ছদ্মমালার পদ্ম ফুটে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন