সূর্যের কাছে গিয়েও জ্বলব না-কে
দিব্যশক্তির টানে।
জ্ঞানের তৃষ্ণায় ছুটব আজি
মৃত্যুকে রেখে পানে।
মঙ্গল গ্রহে ঘুরে বেড়াব
মহা রহস্যের পথে।
বিশ্বটাকে সানন্দে চালাব
ঐশী বাণীর পথে।
আপন তেজে ঘুরপাক খাব
ঘূর্ণিঝড়ের সাথে।
সাত সমুদ্র পাড়ি দেব
সাঁতার কেটে কেটে।
পৃথিবীতে রহিয়াছে
কত না-জান দেশ।
বিশ্বমাঝে নাহি আছে
অজানা রহস্যের শেষ।
থাকিতে চাই না কাপুরুষের মতো,
কুঁড়ে ঘরের অলসের মতো,
শান্ত হয়ে যত্রতত্র…
থাকিতে চাই না বোকার মতো।
আকাশ বুকে উড়িতে চাই
ডানা মেলে পাখির মতো।
অজানার হদিসে ছুটব এবার
প্রবহমান নদীর মতো।

মন্তব্য করতে ক্লিক করুন