শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - প্রার্থী – শাহ্ আলম আল মুজাহিদ

শাহ্ আলম আল মুজাহিদ

হে আল্লাহ,
হে দয়াময়, পরম করুণাময় তুমি!
দীর্ঘ শীতের আঁধার রাতে
তোমারই রহমতের প্রতীক্ষায়
আমরা জেগে থাকি,
যেমন কৃষকের চঞ্চল চোখ
নতুন ফসলের সবুজ স্বপ্নে জেগে থাকে।

হে রব্বুল আলামিন, তুমি তো জানো,
আমাদের গরম কাপড়ের কত অভাব!
ঝুপড়ি ঘরে কাঁপতে কাঁপতে
এক টুকরো চাদর গায়ে জড়িয়ে
কত কষ্টে আমরা শীত সামলাই।

সকালের সামান্য উষ্ণতা
আমাদের কাছে সোনার চেয়েও বেশি দামী,
রোদ নয়, হে আল্লাহ,
আমরা আসলে চাই তোমারই রহমতের উষ্ণতা;
তোমারই জমিনে আমরা এদিক–ওদিক ঘুরি
তোমার দেওয়া রিজিকের তৃষ্ণায়।

হে আল্লাহ,
তুমি আমাদের স্যাঁতসেঁতে ভিজে ঘরে
রিজিক দাও, ঠাঁই দাও, নিরাপত্তা দাও,
আর দয়া করো রাস্তার ধারের
ওই উলঙ্গ কাঁপতে থাকা শিশুটার উপরও;
তাকে ঢাকার মতো কাপড় দাও, আশ্রয় দাও—
তোমার করুণা ছাড়া কারও কিছু দেওয়ার ক্ষমতা নেই।

হে আল্লাহ,
তুমি আমাদের অন্তরে ঈমানের উত্তাপ দাও,
দুনিয়ার লোভ থেকে মুক্ত করার আগুন দাও—
যে আগুন পুড়িয়ে ফেলে অহংকার আর কৃপণতা।
তুমি আমাদের হাতকে করো তোমার দানের হাত,
যাতে আমাদের দেয়া কাপড়ে
ঢেকে যেতে পারে
রাস্তার ধারের ঐ উলঙ্গ শিশুটার দেহ,
আর আমাদের দোয়ায়
ঢেকে যায় তারও মন–প্রাণের শীতলতা।

হে আল্লাহ,
তুমি আমাদেরকে করো কেবল তোমারই প্রার্থী,
তোমারই সাহায্যপ্রার্থী,
তোমারই বান্দা—
যাতে আমরা আর কারও সামনে
মাথা নত না করি,
তোমাকে ছাড়া আর কারও কাছে
প্রার্থনার হাত না তুলি।

পরে পড়বো
৪৪
মন্তব্য করতে ক্লিক করুন