শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - রক্তাক্ত চর্যাপদ: বাংলা ভাষার যাত্রাপথে

শাহ্ আলম আল মুজাহিদ

রক্তাক্ত চর্যাপদ: বাংলা ভাষার যাত্রাপথে
———শাহ্ আলম আল মুজাহিদ

চর্যাপদের কোমল পায়ে হেঁটে
যুগের পরে যুগ পার হয়ে আসে।
কবির দেশে ঘাটে ঘাটে
বর্ণগুলো নানান বর্ণে হাসে।

বর্ণগুলো নানান বর্ণে হাসে
শিশু–কিশোর, যুবক ও বৃদ্ধার মুখে,
দিশাহারা অভাগীনীর বুকেও ফুটে—
ভাষার টানে প্রাণ যে হাসে।

জিন্নাহের রুক্ষ কণ্ঠস্বরেতে
বর্ণগুলো রুধিরধারায় ভাসে।
সালাম–বরকত–রফিক–জব্বার—
রক্তমাখা স্মৃতির বাঁকে।

তাদের রক্তের আভায় রাঙা
স্বাধীনতার সকাল আসে।
বর্ণগুলো নানান রঙে
পাখির ডানায় ভেসে চারিপাশে।

পরে পড়বো
৩২
মন্তব্য করতে ক্লিক করুন