শাহ্ আলম আল মুজাহিদ

কবিতা - স্বাধীনতার রূপক: প্রকৃতি ও বাংলাদেশ

শাহ্ আলম আল মুজাহিদ

স্বাধীনতার রূপক: প্রকৃতি ও বাংলাদেশ
– শাহ্ আলম আল মুজাহিদ

আমাদের এদেশ স্বাধীন,
স্বাধীন মোদের পতাকা।
রাত পোহালে সূর্য ওঠে,
বৃক্ষ খুলে পাখা।

আঁকাবাঁকা নদীর জলে
মাছ ধরে মাঠের জেলে,
দিনের শেষে খেলাধুলা—
পড়ালেখার ডাকও মেলে।

গাছের ডালে নিত্য দোলে,
পাখি ডাকে ভোরের আলোয়,
শাপলা ফোটে বিলের বুকে—
গাঁয়ের পথটা রঙে ঢালো।

আকাশ ফাটে বৃষ্টির গানে,
নেই কোনো বাধা-বিঘ্ন,
উদাস স্রোতে নদী ছুটে—
খুঁজে ফেরে তারই স্বপ্ন।

দিনের শেষে চাঁদটা আসে,
আকাশ জুড়ে জ্যোৎস্না আঁকে,
উল্কা পাগল দৌড়ের ছন্দে
ঝরে নেমে ধরা ফাঁকে।

এই যে খেলা, এই যে বেলা,
চারিপাশে রঙের মেলা—
সেই রঙেতে উঠুক ভেসে
স্বাধীনতার সোনার ভেলা।

পরে পড়বো
৪৫
মন্তব্য করতে ক্লিক করুন