“স্বদেশের রূপকথা”
– শাহ্ আলম আল মুজাহিদ

হৃদয়ে উঠেছে ঝড়, যেন পিপাসা,
চারিদিক চেয়ে থাকি; মিটে না আশা।
অন্তরে আহাজারি;
আ’মরি কি যে করি,
প্রকৃতিতে মনোরম—
‌‌দৃশ্য যে আঁকা,
ছবি আঁকা যেন সব পুষ্পে মাখা।

এক ধারে সোনালতা পাতায় ভরা;
ইহা যেন ঝর্ণার স্রোতধারা।
উপরেতে চোখ মেলি,
শূন্য অমিত বেগে—
সোনালী চিল উড়ে যায়
স্বর্গের রাজা।
নীল রঙে মাখা সব স্নিগ্ধ ও তাজা।

আধারে চুপিচুপি বাতি জ্বালে কারা?
ইহা যেন আকাশের ঝিলিমিলি তারা।
জোপঝাড়ে ঝিলিমিলি,
থুকি থুকি আলো জ্বালি;
জোনাক পোকার দল—
নিশিতের ঘরে!
ইহা দেখে ঝিঁঝি পোকা ঝিনিকিঝিনি তাল ধরে।

আজি ক্লান্তির উত্তাপে গ্রীষ্ম রুখে;
অগ্নির দৃশ্য সে যে বঙ্গের বুকে।
গ্রীষ্মের দুপুরেতে,
অগ্নি মশাল হাতে
ভেঙে পুড়ে করে ছাই—
ঘৃণ্যর মুখে।
অগ্নির দৃশ্য সে যে বঙ্গের বুকে।

বর্ষার জল ছুটে তটিনী পড়ে;
মনে হয়, কোথা যেন দেখেছি তারে।
ভরা নদী চড়ে যায়,
কোনদিক নাহি চায়;
যেন স্রোত নিয়ে যায়
অজানার দেশে।
সারা দেশ ঘুরে যায় পথিক বেশে।

দিশেহারা মন উল্লাসে ভাসে শরতের প্রভাতে।
এ কি মনোরম রূপ তার হাতে-নাতে!
যেদিকে তাকাই চাই,
পুষ্প রচায় তাই;
আকাশের শুভ্র মেঘ
তুলো হয়ে ভাসে।
আহা, যেন এসে গেছি স্বর্গের দেশে।

হেনকালে হেমন্ত আসিয়া বাংলার তীরে;
শান্ত কোমল দৃশ্য তার হেসে যা‌য় নবান্নের তরে।
উপরেতে রূপমনি
উড়ে চলে সারাক্ষনি;
ডুবে যায় সে অমনি
কুহেলীর ভীড়ে।
শীত এসে নিয়ে যায় নমঃনমঃ স্বরে।

প্রকৃতিতে যবে চলে বসন্তের খেলা,
নীড়েতে ফিরে আসে সুরেলা কোকিলা।
কুহুকুহু তারি ডাকে,
প্রকৃতি মা ছবি আঁকে;
ফুলে ফুলে সাজসজ্জা—
একি রূপলিলা।
জমে যায় তারি সাথে প্রেমের খেলা।

কত হেরিনু মনোমুগ্ধ রূপময়ী দৃশ্য;
তব মন ছুটে চলে অজানার হদিসে।
রূপময়ী দেশ খুঁজি,
নানা দেশ ঘুরি-ফিরি;
সবশেষ ঘুরে ফেরি
পূর্বের পথে।
ফিরে আসি স্বদেশ রূপের মায়ায়।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন