তুমি কি দেখেছো নারীর চোখকে
যে চোখে থাকে অনেক মায়ার সমাহার
তুমি কি দেখেছো নারীর হাতকে
যে হাতে থাকে হাজারো রান্নার স্বাদ
তুমি কি দেখেছো নারীর হৃদয়কে
যে হৃদয়ে থাকে হাসি আনন্দ ও বেদনা
তুমি কি দেখেছো নারীর পদধূলিকে
যে পদধূলিতে মুখরিত হয় তোমার গৃহ
তুমি কি দেখেছো নারীর আর্তনাদকে
যে আর্তনাদ তাকে করে কষ্টের স্বীকার
তুমি কি দেখেছো নারীর মাতৃত্বকে
যে মাতৃত্বে থাকে সন্তান পালনের সাধ
তুমি কি দেখেছো নারীর ভিতরে থাকা শুভ শক্তি
যে শুভ শক্তি করে সমস্ত অশুভ শক্তির বিনাশ
কেন তুমি নারীকে বানাও ঘরের দাসী
সে হলো তোমার ঘরের রানী
তুমি সে নারীকে দেও দুঃখ
এ নহে মোর প্রার্থনা
তুমি সে নারীকে রেখো
তোমার বুকে চিরসমারোহে
এ মোর প্রার্থনা

১৩৯
মন্তব্য করতে ক্লিক করুন