শাকিফুল হাসান
নিঃশব্দ রাত
আসবে বলে আছি বসে
আসলে নাতো আর
কেমনে বলি মনকে আমার
আসবে না সে আর।
দিনের আলো যাই হারিয়ে_
রাত আসে ফিরে _
দিনের মতো হারিয়ে গেলে
আসলে নাতো ফিরে।
হয়তোবা সে আসবে না আর,
একা আমি এই পৃথিবীর পথ ধরে,
কাটবে জীবন তার বিহনে,
অশ্রু ঝরবে শুধু নীরবে।”
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন